1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

চাঁদপুরে লঞ্চ চলাচলে সার্বিক মনিটরিংয়ে সেনাবাহিনী-জেলা প্রশাসন

Reporter Name
  • রবিবার, ৭ জুন, ২০২০
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মোরশেদ আলম, চাঁদপুর ॥ করোনা দূর্যোগে স্বাস্থ্যবিধি মেনে চাঁদপুর থেকে লঞ্চ চলাচলে সার্বিক মনিটরিং করেছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনা বাহিনী ।

নির্বাহী ম্যাজিস্ট্রট ও ভুমি ককর্মকর্তা ইমরান হোসেন সজিব ও সেনাবাহিনীর ক্যাপ্টেন সায়েমের নেতৃর্ত্বে একটি টিম বিআইডব্লিউটিএর ব্যবস্থাপনায় যাত্রীদের শরীরের তাপমাত্রা থ্রার্মাল মেশিন দিয়ে পরিমাপ করে প্রত্যেক যাত্রীকে লঞ্চঘাটে প্রবেশ করাতে দেখা গেছে। পাশাপাশি যাত্রীদের সচেতনতায় বাংলাদেশ সেনাবাহিনী মাইকিং করেছে। এ সময় লঞ্চঘাট এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড করা হয় এবং অনিয়ম পাওয়া লঞ্চ গুলোকে প্রথম বারের মতো সতর্ক করে দেওয়া হয়।

এব্যাপারে ক্যাপ্টেন সায়েম বলেন বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার অনেক বেড়ে গেছে। সবাই সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি মাস্ক ও অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহার করুন। অপ্রয়োজনে ঘরের বাহিরে বের হবেন না।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রট ও ভুমি ককর্মকর্তা ইমরান হোসেন সজিব বলেন করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জেলা প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা একযোগে কাজ করছে। আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন। অন্যতায় জেল জরিমানাসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD