হবিগঞ্জের বানিয়াচংয়ে একদিন ব্যাপী প্রানিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে আয়োজিত প্রদর্শনীর ফিতা কেটে উদ্ভোধন করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
পরে উপজেলা পরিষদ হলরুমে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও পল্লী সঞ্চয়ন ব্যাংকের ম্যানেজার সুজত দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে এমপিআব্দুল মজিদ খান বলেন, বৈচিত্রে ভরপুর হয়ে উঠছে বানিয়াচংয়ের প্রানিসম্পদ অঙ্গন।
প্রচলিত হাঁস-মুরগি, ছাগল, দুগ্ধ ও গরু মোটা তাজা করণ সহ খামারের পরিধি ও উৎপাদন বিগত বছর গুলোতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তিনি সর্বাবস্থায় খামারিদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নাজমুল হাসান, বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী প্রমুখ। এছাড়া বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও খামারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply