চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরের ফরিদগঞ্জে দেয়াল নির্মান করে চলাচলের রাস্তায় বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। রাতের আধারে রাস্তা বন্ধ করে আনোয়ার গাজীর বসত ঘরে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ফরিদগঞ্জ থানায় ঊভয় পক্ষকে ডাকা হয়েছে।
এদিকে, চলাচলের রাস্তা বন্ধের ঘটনায় ফরিদগঞ্জের পৌর মেয়র মাহফুজুল হক ও কমিশনার আবদুল মান্নান পরান ঘটনাস্থল পরিদর্শন করে তীব্র নিন্দা জানিয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়, আনোয়ারের বাড়ীর সকল বাসিন্দাদের চলা-চলের জন্য একটি রাস্তা নির্মানকে কেন্দ্র করে বাড়ীর সকল বাসিন্দারা একজোট হয়ে রাস্তা নির্মানের চেষ্টা করলে মাসুদ ও তার ছোট ভাই জহির মিলে প্রথমে বাধা দেয়। পরে এ বিষয়ে সুরাহা পেতে প্রথমে বাড়ির লোকদের সম্মতিতে সকলে মিলে গনস্বাক্ষর সংযুক্তকরে সকলে চলাচলের স্বার্থে আনোয়ারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেয়া হয়। পরবর্তিতে বাড়ীর দুই পক্ষের মতামতের ভিত্তিতে সমজোতার জন্য সালিশী বৈঠকের দিনক্ষন ঠিক করা হয়। কিন্তু সমজোতা বৈঠকের পূর্বেই জহির ও মাসুদ মিলে দেয়াল টেনে রাস্তা বন্ধ করে দেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রকিব বলেন, এ ব্যাপারে থানায় একটা লিখিত অভিযোগ হয়েছে। এরই প্রেক্ষিতে ঊভয় পক্ষকে থানায় ডাকা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply