বাংলাদেশে আশ্রয় নেয়া ১৩লক্ষ রোহিঙ্গা শরনার্থীকে মিয়ানমারে ফিরিয়ে নিতে জান্তা সরকারের উপর চাঁপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন আলোচক বৃন্দ। ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে ’’রোহিঙ্গা সংকটের পাঁচ বছর, ন্যায় বিচার এবং টেকসই প্রত্যাবর্তনের প্রতি নতুন অঙ্গীকার’’ শীর্ষক সেমিনারে আলোচকবৃন্দ এআহবান জানান।
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এবং অলপার্টি পার্লামেন্টারী গ্রুপের ভাইস-চেয়ার ড.টম হান্ট এমপি‘র আমন্ত্রনে হাউস অফ কমন্সের পোর্টকুলিস হাউসের অ্যাটলি স্যুটে (এসডবলিও-১এ -২এলডবলিও)তে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ লর্ড সভার সদস্য মধ্যপ্রাচ্য-দক্ষিনিএশিয়া ও জাতিসংঘ বিষয়ক মন্ত্রী লর্ড আহমেদ উইম্বলডন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম। ২৪ অক্টোবর সোমবার লন্ডন সময় সকাল এগারটা থেকে একটা পযর্ন্ত সেমিনারে আরো অংশ নেন রোহিঙ্গা শরনার্থীদের নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্টানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা নুনা তাসনিম। আলোচনায় অংশ নেন অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের ভাইর চেয়ার টম হান্ন এমপি, অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের চেয়ার রাইট অনদি রোহিঙ্গা ইউকে রুশনারা আলীিএমপি, বাংলাদেশের পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিররয়ার আলম, শ্যাডো মিনিষ্টিার ফর এশিয়া ইন দি প্যাসিফিক ক্যাথরিন ওয়েষ্ট এমপি, ব্রিটনে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার রালপা গোডলেট,, সলিসিটর জেনারেল অব দি গাম্বিয়া মিঃ হোসাইন থমাছ্ছি ব্রিটেনে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার মিস ফারাহ ফাইয়াজ।
এর পর প্যানেল আলোচনায় অংশ নেন লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, ২০১৭সালে রোহিঙ্গা গণহত্যা থেকে বেঁচে যাওয়া হাছিনা বেগম, জাতিসংঘ হিউম্যান রাইট কাউন্সিলের মিয়ানমারে তদন্ত কমিশনের সাবেক সদস্য মিঃ এ্যানথনিয়া মোলবে, জেসিকে কাউন্সিল গাম্বিয়ার প্রফেসার ক্যায়াস আকাভান, হেড
অব এশিয়া জাষ্টিজ কলোনিয়ান এজেসি সেক্রেটারিয়েট ব্যাংকক ড. পিয়া পিল্লাই, শ্যাডো মিনিষ্টার আফজাল খান এমপি, মিঃ থমাস অজেয়া কুইনটানা জাতি সংঘের সাবেক প্রতিনিধি হিউম্যান রািইট ইন মায়ানমার ও প্রফেসার ড. ইমতিয়াজ আহমদ সেন্টার ফর জেনোসাইড ষ্টাডিজ ঢাকা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি বলেন বিপুল জনসংখ্যর দেশ বালাদেশে রোহিঙ্গা শরনার্থী আমাদের জন্য একটি বারতি সমস্যা, বাংলাদেশ সরকার এদের শিক্ষা খাদ্য চিকিৎসা সহ সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে। এছাড়া এদের জন্ম হারও অনেক বেশী প্রতিদিনই বাড়ছে রোহিঙ্গার সংখ্যা। লর্ড আহমেদ
বলেন বাংলাদশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিই মাদার অব হিউম্যানিটি তিনি রোহিঙ্গাদের শুধু আশ্রয়িই দেননি তাদের উন্নত জীবনেরও ব্যাবস্থা করছেন। বাংলাদেশের মত একটি উন্নয়নশীল দেশের পক্ষে এবোঝা বহন করা সত্যিই কষ্টদায়ক , রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তনে বিশ্বসম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। রোশনারার আলী এমপি ও ক্যাথরিন ওয়েষ্ট এমটি তাদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা তুলে ধরে বলেন বিরাট এই জনগোষ্টির প্রত্যাবর্তনে বিশ্বসম্প্রদায়ের এগিয়ে আসতে হবে সেই সাথে বিশ্ববাসীকে বাংলাদেশের পাশে দাড়াতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply