1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন

এস এম খোকন
  • মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে
বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
এমপি মজিদ খান ইউএনও পদ্মাসন সিংহকে নিয়ে পুস্পস্তপক অর্পন করছেন। ছবিঃ উদয় টিভি

হবিগঞ্জের বানিয়াচংয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

১৮ অক্টোব মঙ্গলবার সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে হবিগঞ্জ-২ আসনের সাংসদ, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, বানিয়াচং থানা ও উপজেলা প্রকৌশলী অফিসের পক্ষ থেকে পুস্পস্তপক অর্পনের মধ্যদিয়ে দিবসটির সূচনা করা হয়।

পরে একটি র‌্যালি প্রতিকৃতি স্থল থেকে শুরু হয়ে সদরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।

প্রধান অতিথি আব্দুল মজিদ খান এমপির নেতৃত্বে র‌্যালি। ছবিঃ উদয় টিভি

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা কুষি অফিসার মোঃ এনামুল হক,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা খাদ্য অফিসার মোঃ খবির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকোরানা, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুল্লা আল মাসুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল, উপজেলা প্রকল্পবাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার

কুহেলিকা সরকার, সাবরেজিষ্ট্রার ইসমত পাশা, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ সাখাওয়াত হোসেন আকন্দ, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক অফিসার সব্রত দেব, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিএ ফয়জুর রহমান খান রুবেল, বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে অতিথিবৃন্দ কলেজ ও স্কুল পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD