হবিগঞ্জের বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বানিয়াচং উপজেলা প্রশাসন।
২৬ জুলাই মঙ্গলবার বিকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি, বিদায়ী অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউএইচও ডাঃ শামিমা আক্তার, বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান হায়দারুজ্জামান খান ধনমিয়া, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান, মিজানুর রহমান খান, শেখ শামছুল হক, আব্দুল আহাদ, আনুয়ার হোসেন, মঞ্জু কুমার দাশ,এরশাদ আলী, প্রমুখ। পরে অতিথিবৃন্দ বিদায়ী অফিসার ইনচার্জকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply