চাঁদপুর প্রতিনিধি: মাত্র একদিনের মাথায় চাঁদপুর বিআইডব্লিউটিএ এর বন্দর কর্মকর্তা প্রত্যাহার। নূতন বন্দর কর্মকর্তা কাউসারুল আলম।
করোনা পরিস্থিতির প্রথমদিন স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করায় বন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাককে অব্যাহতি দিয়ে তার স্থলে নিয়োগ দেওয়া হয়েছিল আবুল বাসার মজুমদার নামে একজনকে।
মাত্র একদিনের মাথায় তাকেও পরিবর্তন করা হয়। মঙ্গলবার দুপুরে চাঁদপুর বন্দর কর্মকর্তা হিসেবে কাউসারুল আলম নামে নতুন করে আরেকজনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে, তৃতীয় দিনেরমতো চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচেপড়া ভিড় ছিল। মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত রাজধানী ঢাকার উদ্দেশ্যে বেশ কয়েকটি লঞ্চ যাত্রী নিয়ে চাঁদপুর টার্মিনাল ত্যাগ করেছে। এ সময় লঞ্চগুলোতে স্বাস্থ্যবিধি মেনে যাত্রীদের অবস্থান করতে দেখা যায়নি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply