জ্বালানি সল্পতার কারনে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় সারা দেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচংয়ে ও আজমিরীগঞ্জে ব্যাপক লোডশেডিং শুরু হয়েছে। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ বার বিদ্যুৎ আসা যাওয়ার পাশাপাশি লোড শেডিং করা হচ্ছে নিয়মিত ।
ফলে শিশু থেকে বয়স্করা অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ছেন। এ বিষযে গত ১৬ জুন সরকারের পক্ষ থেকে রাত ৮ ঘটিকার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা জারি করা হলে ও কাজের কাজ কিছুই হচ্ছে না। বানিয়াচংয়ে ও আজমিরীগঞ্জের কোন হাট বাজারেই ব্যবসায়ীরা মানছেন না এই নির্দেশনা।
সম্প্রতি বাংলাদেশ সরকরের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) তার ফেসবুক পেজে লিখেছেন গ্যাস স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে অনেক জায়গায়ই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে বিদ্যুৎ উৎপাদন পুনরায় স্বাভাবিক হবে।
যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির উচ্চমুল্য ও সরবরাহ অন্যান্য সব দেশের মতো আমাদেরকেও সমস্যায় ফেলেছে। এ পরিস্থিতিতে আপনাদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করছি।
এব্যাপারে বানিয়াচং জোনাল অফিসের ডিজিএম মোঃ পারভেজ ভূইয়া বলেন ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ে সরকার রাত ৮ টার পর দোকান/মার্কেট বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন। জাতীয় এই দুর্যোগ থেকে পরিত্রাণ পেতে সরকারি সকল নির্দেশনা মেনে চলার পাশাপাশি এই বিপর্যয়ে বিদ্যুৎ ব্যবহারে আরো মিতব্যয়ী হতেও তিনি গ্রাহকদের প্রতি আহবান জানান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply