হবিগঞ্জের বানিয়াচংয়ে বন্যা দুর্গতদের মাঝে সরকারি ত্রাণ বণ্ঠন করা হয়েছে। ২০ জুন সোমবার দিনব্যাপী বানিয়াচং উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে ঘুরে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে উঠা লোকজনদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে প্রাপ্ত সরকারি ত্রান বিতরণ করা হয়।
বর্তমান বন্যা পরিস্থিতিতে ত্রান বিতরণ কার্যক্রমে ২নং ৩নং ৪নং ও ৫নং ইউনিয়নের আশ্রয় কেন্দ্রে ত্রান বিতরণ কার্যক্রমে অংশ নেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, একাডিমিক সুপারভাইজার সম্পদ কান্তি তালুকদার, উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য আজগর উদ্দিন,বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মঞ্জু কুমার দাস,
সাবেক চেয়ারম্যান রেহাছ মিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যানের সিও ফয়জুর রহমান খান রুবেল, ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সালেহ উদ্দিনসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ ও উপজেলা পরিষদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply