1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০৭:০৭ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মের ফলশ্রুতি আজকের বাংলাদেশ : ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা

মতিয়ার চৌধুরী,লন্ডন
  • রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর জন্মের ফলশ্রুতি আজকের বাংলাদেশ
ছবিতে বক্তব্য রাখছেন টাওয়ারহ্যামলেটস এর সাবেক মেয়র সেলিম উল্লাহ , পাশে আনসার আহমেদ উল্লাহ, ড. আনিছুর রহমান আনিছ, আহবাব হোসেন, ব্যরিস্টার জাহেদ উদ্দিন, এডভোকেট ফখরুল ইসলাম , শাহরিয়ার শাফিন ও মোস্তাফিজুর রহান প্রমুখ। ছবি: উদয় টিভি

ঐতিহাসিক ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস ও  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উপলক্ষে সর্ব ইউরোপীয় বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গেল ১৮ মার্চ পূর্ব লন্ডনের একটি হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সংগঠনের কার্যকরী সভাপতি, সাবেক মেয়র সেলিম উল্লাহর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক এস এম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় আয়োজিত সভায় স্বাধিন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ট  বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি, জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তব্য রাখেন সংগঠনের  সহ-সভাপতি আনসার আহমেদ উল্লাহ, সহ-সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছ, সহ-সভাপতি ব্যরিস্টার জাহেদ উদ্দিন, যুগ্ন সম্পাদক আহবাব হুসেন, এডভোকেট ফখরুল ইসলাম  ও শাহরিয়ার শাফিন প্রমুখ। পরবর্তীতে জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের উপস্থিতিতে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।

আলোচকবৃন্দ বলেন  ইউরোপ প্রবাসী নব প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর বর্নাট্য জীবনের নানান দিক তুলে ধরেন। নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর জন্মের ফলশ্রুতি আজকের স্বাধীন বাংলাদেশ যা আজ বিশ্ব মানচিত্রে একটি সমৃদ্ধ দেশ হিসেবে  স্থান করে নিয়েছে।  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বে মাথা উচু করে দাঁড়িয়েছে। আজকের এই দিনে বঙ্গবন্ধুর শান্তিময় অনন্ত যাত্রা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD