সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সাংবাদিক ও কবি শায়খ তাজুল ইসলাম কে বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকার সময় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সম্মাননা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমান, সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক ও কবি শায়খ তাজুল ইসলাম। এছাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি
এডভোকেট ইস্পাহানী, যুগ্ম সম্পাদক ইয়াসিন আরাফাত মিল্টন, সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, অর্থ সম্পাদক উমর ফারুক শাবুল, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, শেখ যোবায়ের আহমদ, আব্দুর রউফ আশরাফ, তাফসির আহমদ, ইমরান আহমদ উসমানী প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply