1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৭:৩৫ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে শিশু হোসাইন হত্যার ঘটনায় চাচী গ্রেফতার

এস এম খোকন
  • বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ১২৬৯ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে আড়াই মাস বয়সী শিশু হোসাইন হত্যার ঘটনায় অভিযুক্ত চাচী শাহেনা বেগম (৩০)কে গ্রেফতার করেছে পুলিশ।

০৭ ডিসেম্বর মঙ্গলবার রাত ১ ঘটিকায় উপজেলা সদরের কুণ্ডুর পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। বুধবার হবিগঞ্জ জ্যেষ্ঠ বিচারক সুলতান উদ্দিন প্রধানের আদালতে শিশু হোসাইনকে হত্যা করেছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে ঘাতক শাহেনা বেগম ।

থানা পুলিশ সুত্রে জানাযায়, ঐদিন বিকালে উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত আমির খানী গ্রামের ফয়েজ আহমেদের স্ত্রী শাহেনা বেগম পারিবারিক কলহের জের ধরে দেবর ফরহাদ মিয়া (২৮)’র শিশু পুত্র হোসাইনকে ঘুমন্ত অবস্থায় মুখে আঙ্গুল দিয়ে হত্যা করে । এসময় শিশু হোসাইন এর মা ঘরের বাইরে কাজ করছিলেন।

এ ঘটনায় বানিয়াচং থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এ দিন রাতেই ওসি (তদন্ত ) প্রজিত কুমার দাস এর নেৃতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে কুণ্ডুরপাড় এলাকা থেকে শাহেনা বেগমকে গ্রেফতার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, ২ ভাইয়ের মধ্যে নানা কারণে পারিবারিক কলহ চলছিল। মূলত এরই জের ধরে চাচী শাহেনা বেগম শিশু হোসাইনকে হত্যা করে মর্মে আদালতে স্বেচ্ছায় স্বীরোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। অভিযোগ পাওয়ার পরই বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD