হবিগঞ্জ প্রতিনিধিঃ গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানা পুলিশ নবীগঞ্জ পৌরসভার ছালামতপুর গরুর বাজার ঢুকার রাস্তা সংলগ্ন স্থান থেকে ডাকাতির প্রস্তুতিকাল ৫ জনকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানাযায়, ৮ অক্টোবর সোমবার দিবাগত রাত ২.৪৫ ঘটিকার সময় দা, চাকু, সাবল, লোহার রড সহ পেশাদার আন্তঃ জেলা ডাকাত দলের সদস্যগণ রাতের অন্ধকারে সমবেত হইয়া ডাকাতির পরিকল্পনা করিতেছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ নবীগঞ্জ থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম ও সেকেন্ড অফিসার সীরন দাশের নের্তৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ সময় বাহুবল থানার আব্দাফৌজরা গ্রামের আব্দুর রেজাকের পুত্র, আঃ মতিন(৩৯),সাতগড়িয়া চৌদ্দগ্রাম কুমিল্লার জহুরুল হকের পুত্র হুমায়ুন কবির(২৭), ফতেহপুর লাকসাম কুমিল্লার মৃত চান্দ মিয়ার পুত্র মোঃ বিলাল মিয়া(৪৭), করিমপুর রাজনগর মৌলভীবাজার জেলার মনু মিয়ার পুত্র মুন্না মিয়া (২৫), চৈতন্যগঞ্জ কমলগঞ্জ থানার মৃত মর্তুজ মিয়ার পুত্র ইয়াছিন আলী কালা বাবুল(৪৪)কে আটক করা হয়। এ তাদের কাছ থেকে ১টি দা, ১টি লোহার সাবল, ১টি রড, ১টি পলেষ্টারের ব্যাগ, উক্ত ব্যাগে অনেক ডাকাতের নাম মোবাইল সম্বলিত টালী খাতা, ১টি কোমরে ঝুলানোর ব্যাগ, ১টি হাফ প্যান্ট, ১টি স্টিলের টিপ চাকু উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে নবীগঞ্জ থানার মামলা নং-০৪,ধারা -৩৯৯/৪০২ পেলান কোড রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
Leave a Reply