1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

বেতাগীতে ডাকাত আতঙ্কে রাতভর পাহারা দিচ্ছে এলাবাসী

Reporter Name
  • বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বীরেন্দ্র কিশোর সরকার, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় ডাকাত আতঙ্কে রাতভর পাহারা দিয়েছেন এলাকাবাসী। সোমবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ডাকাতদল ঢুকে পড়েছে এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে নদীপথে ট্রলার নিয়ে লোকালয়ে ঢুকেছে কয়েকটি ডাকাতদল এমন তথ্য ছড়িয়ে পড়ে পুরো উপজেলায়। এরপর থেকেই বেতাগী পৌরসভাসহ সড়িষামুড়ি, বুড়ামজুমদার, হোসনাবাদ ও মোকামিয়া ইউনিয়নে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে পুলিশের পাহারা বাড়ানো হয় এসব এলাকায়। লোকজন রাতভর দেশীয় অস্ত্র নিয়ে পাহারা দেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বিভিন্ন পোস্ট এবং মসজিদ থেকে মাইকিং করায় আরও আতঙ্কিত হয়ে পড়ে উপজেলাবাসী।

বেতাগীর মোকামিয়া ইউনিয়নের রাজন ঘোষ বলেন, রাতের খাবার খেয়ে ফেসবুকে ঢুকে দেখি এলাকায় ডাকাত পড়ার বেশ কয়েকটি পোস্ট। এর কয়েক মিনিটের মধ্যেই লোকজনের ডাকাডাকি শুনে বাইরে যাই। তবে নিজে ডাকাত দেখিনি।

সড়িষামুড়ি ইউনিয়নের শাহিন খান বলেন, রাত ১২টার দিকে মসজিদে ডাকাতের বিষয়ে মাইকিং শুরু হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তখন আশপাশের কয়েকজন মিলে পাহারায় নেমে পড়ি।
মাঝে মাঝে পুলিশও আসে পাহারা দিতে।

পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সেন্টু মিয়া বলেন, পুলিশের পক্ষ থেকে সবাইকে সচেতন থাকতে বলা হয়েছে। তাই এলাকাবাসীরা দলবদ্ধ হয়ে পালাক্রমে পাহারা দেওয়া শুরু করেছি।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, স্থানীয় লোকজন বিশখালী নদী দিয়ে ডাকাতদল ঢুকতে দেখেছে এমন খবর ছড়িয়ে পড়ার পর থেকে পুলিশের টহল বাড়ানোসহ শহরে চেকপোস্ট বসানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD