1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন

চাঁদপুরে আইসোলেশনে করোনার উপসর্গে আরো ১জনের মৃত্যু

Reporter Name
  • রবিবার, ৩১ মে, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে
মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে তিন লাখ ৬৪ হাজার ৭১৪ জন। মারা গেছে এক হাজার ২৭ জন। গতকাল রোববার আক্রান্ত হয়েছিল দুই লাখ ৮৫ হাজার ১৭১ জন। আর মারা গিয়েছিল ৯১৫ জন মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুসারে, সোমবার বেলা ১২টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ কোটি ২১ লাখ ৫৫ হাজার ৯৭০ জনে। মোট মৃতের সংখ্যা ৬৬ লাখ ৮৭ হাজার ২৩৪ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৩ কোটি ৪৯ লাখ ২০ হাজার ৭৭৩ জন। এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ২২ লাখ ৪৭ হাজার ৫৭৫ জনে। মোট মারা গেছে ১১ লাখ ১৬ হাজার ৯৫ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৪৬ লাখ ৭৮ হাজার ৫৪৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৩০ হাজার ৬৯৬ জনের। আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে চতুর্থ স্থানে আছে ফ্রান্স। মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৯১ লাখ ৫৯ হাজার ৭৫৭ জন। আর মারা গেছে এক লাখ ৬১ হাজার ১৫২ জন। এরপর আক্রান্তে চতুর্থ ও মৃত্যুতে পঞ্চম স্থানে আছে জার্মানি। আক্রান্ত হয়েছেন মোট তিন কোটি ৭২ লাখ ১১ হাজার ৯৩৭ জন। আর মৃত্যু হয়েছে এক লাখ ৬০ হাজার ৭৬৮ জনের। তালিকায় আক্রান্তে পঞ্চম ও মৃত্যুতে দ্বিতীয় ব্রাজিল। আক্রান্ত হয়েছে তিন কোটি ৬২ লাখ দুই হাজার ১৮৭ জন। মারা গেছে ছয় লাখ ৯৩ হাজার ১৭ জন।

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির ৫০ মিনিটের মাথায় এক ব্যক্তি মারা গেছেন। তিনি করোনার উপসর্গে ভুগছিলেন। মৃতের নাম মোস্তফা কামাল (৬০)।

হাসপাতাল সূত্রে জানায়, হাজীগঞ্জ উপজেলার বাকিলা এলাকার সাতবাড়িয়া গ্রামের মোস্তফা কামাল করোনার উপসর্গ নিয়ে রোববার সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন। আইসোলেশনে ভর্তির পর সকাল ১০টা ৫০ মিনিটের সময় তিনি মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে বিশেষ ব্যবস্থায় দাফনের প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Designed by: Sylhet Host BD