এস এম খোকন ॥ “শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ শ্লোগানকে সামনে রেখে বানিয়াচংয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ০৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে ১ কোটি ৩১লাখ টাকা ব্যয়ে বানিয়াচং চৌধুরীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৩তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের শুভ সূচনা করেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, ইউআরসি ইনস্ট্রাক্টর জাহির তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর হোসেন খান মামুন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক,দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন কালে এমপি আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষা ক্ষেত্রে সরকার প্রভূত উন্নয়ন করছে। অনেক প্রত্যন্ত এলাকায় ভবন করা কল্পনাও করা যেত না, সেসব এলাকায়ও আধুনিক বহুতল ভবন হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে জননেত্রেী শেখ হাসিনার সরকার ক্ষমতাসীন বলে। সরকার সবধরণের সুযোগ-সুবিধা দিচ্ছেন দেশের মানুষ শিক্ষিত হতে। এ ক্ষেত্রে শিক্ষকরা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে পাঠদান করাতে হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply