‘মুজিব বর্ষে শপথ করি দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১’র উদ্বোধন করা হয়েছে।
আমন্ত্রিত অতিথিসহ ফায়ার সার্ভিস কর্মকর্তা বৃন্দ।
০৪ নভেম্বর বৃহস্পতিবার সকালে প্রতাকা উত্তোলন ও সালাম গ্রহণের মধ্যদিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বিভিন্ন উপদেশ মূলক বক্তব্য প্রদান করেন।
ইউএনও পদ্মাসন সিংহ পতাকা উত্তোলন করছেন।
ফায়ার সার্ভিসের সাব-অফিসার শেখ সৈয়দ আহমদের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিযাচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, বানিয়াচং থানার এসআই হাবিবুর রহমান, ফায়ার সার্ভিসের সাব-অফিসার মোঃ তোফাজ্জল হোসেন, লিডার ফয়েজ আহমদ, ড্রাইভার জাগাঙ্গির আলম, ফাইটার মনিরুল হুদা, সবুজ দাশ গুপ্ত, হৃদয় মিয়া, মোঃ ইমন মিয়া, রাসেল মিয়া, জাহিদুল ইসলাম, সাকিব উদ্দিন প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply