বানিযাচংয়ে দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সকাল ৮ ঘটিকায় উপজেলা পরিষদ,উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন শেখ রাসেলের প্রতৃকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে জন্মবার্ষিকী পালনের কার্যক্রম শুরু হয়। এছাড়া প্রাথমিক, মাধ্যমিকও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের দিয়ে শেখ রাসেলের ছবি আঁকা, ভাষন, ও বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন করাহয়।
বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্নবিশ্বাস বিষয়ক সেমিনার ও বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ইফফাত আরা জামান ঊর্মির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক,
উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাশ, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল,সহকারি প্রোগ্রামার ক্বাজী মঈনুল হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply