বানিয়াচংয়ে হাওড় থেকে বানিয়াচং থানা পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ২১ সেপ্টেম্বর মঙ্গলবার ৯নং পুকড়া ইউপির অন্তর্গত কান্দিপাড়া ও রুপাপইল গ্রামের মধ্যবর্তী হাওড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমারদাশের নেতৃত্বে বানিয়াচং থানা পুলিশ বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় ঐ হাওড় থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করেন।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন লাশ সনাক্তকরণের প্রয়োজনীয় ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে। কোথাও কেউ নিখোঁজ থাকলে থানায় যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানান ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply