বানিয়াচং-হবিগঞ্জ সড়কে প্রাইভেটকার খাদে পড়ে এক নারী নিহতসহ ৩জন আহত হয়েছেন। ১১ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ঘটিকায় বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের ব্রীজের নিকট এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীও এলাকাবাসী সূত্রে জানাযায় বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের মতি লাল দাস স্ব-পরিবারের প্রাইভেটকার যোগে মৌলভীবাজার থেকে গ্রামের বাড়িতে আসছিলেন। এসময় ব্রীজ থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি খালে পড়ে যায়।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মতি লাল দাস (৬৫), তার স্ত্রী কামিনী দাস (৫৫), তার কন্যা কাকন দাস (২১), ও বৃন্দা দাস (২৩) তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত ডাক্তার কাকন দাসকে মৃত ঘোষনা করেন।
ঘটনার পর পরই চালক পালিয়ে যায়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply