চাঁদপুর প্রতিনিধি : নিজের ফেসবুক ওয়ালে মাফ চেয়ে একটি পোস্ট দেয়ার দুই ঘণ্টার মধ্যে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের ফরিদগঞ্জের সাংবাদিক আবুল হাসনাত।
এর আগে শনিবার রাত দেড়টার (শুক্রবার দিবাগত রাত) দিকে তিনি ফেসবুকে লিখেন, ’আমার অবস্থা ভালো না। আমাকে সবাই মাফ করে দেবেন। আমার সন্তানদের একটু দেখবেন। আমিন’
সাংবাদিক আবুল হাসনাত হাসনাতের করোনার উপসর্গ ছিল। তিনি জ্বর, শ্বাসকষ্ট ভুগছিলেন। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনার কিছু সময় পর তিনি মারা যান। তার নমুনা সংগ্রহ করা হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক আবুল হাসনাত হাসেম প্রেসক্লাব ফরিদগঞ্জের দপ্তর সম্পাদক ও দৈনিক চাঁদপুরজমিন, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োজিত ছিলেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ফরিদগঞ্জে উপজেলা আওয়ামী গুণিজন স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব পালন করছিলেন। এছাড়া ১৯৯০ সাল নাগাদ বাংলাদেশ ছাত্রলীগ ফরিদগঞ্জ উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি নিরাপদ সড়ক চাই, ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ -সভাপতি ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply