মোরশেদ আলম,চাঁদপুর: করোনা দূর্যোগে সারাদেশে এখন যোগাযোগ বিচ্ছিন্ন। চলছে লাগাতার লকডাউন। বন্ধ রয়েছে যানবাহন ও জনচলাচল। গণপরিবহন বন্ধ থাকলে ও চাঁদপুরে থেমে নেই উন্নয়ন কাজ। সড়ক ও জনপথ বিভাগ চাঁদপুর- মতলব সড়কে সোয়া ৪ কোটি টাকা ব্যয়ে দু’টি কালভার্ট নির্মাণ করছে।
১৯৯৮ সালের বন্যায় এই সড়কে এ দু’টি কালভার্ট ভেঙ্গে গেলে সড়ক ও জনপথ বিভাগ এতোদিন বেইলী ব্রিজ নির্মান করে যাবাহন পারাপার করে আসছিল কিন্তু এই বেইলী ব্রিজগুলো সময়ের চাহিদা মিটাতে পারছিল না, প্রতিদিন দীর্ঘ যানজট লেগেই থাকতো। তাছাড়া ব্রিজগুলোর অনেকাংশে ভেঙ্গে গিয়েছিল তাই সড়ক ও জনপথ বিভাগ বর্ষার পূর্বেই ৪ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে কালভার্ট দু’টির নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply