সাবেক ডেপুটি স্পিকার ও কুমিল্লা ৭ আসনের ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য মোঃ আলী আশরাফ’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।
সংবাদপত্রে পাঠানো এক শোক বার্তায় এমপি আব্দুল মজিদ খান বলেছেন মোঃ আলী আশরাফ সাহেবের সাথে আমার গভীর সম্পর্ক ছিল তিনি আমাকে খুবই স্নেহ করতেন। আমার জানা মতে তিনি অত্যন্ত ভাল মানুষ ছিলেন।
কুমিল্লা-৭ আসন থেকে ৫ বারের নির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ছিলেন। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনের পাশাপাশি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ্ তায়ালা যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।
৩০ জুলাই শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply