নবীগঞ্জ উপজেলার ১ নং বড় ভাকৈর পশ্চিম ইউপির মৃত গিরিন্দ্র দাশের ছেলে গপেন দাশ(৩৪) মাত্র ৫ হাজার টাকার জন্য তার বড় ভাই গৌরাঙ্গ দাশকে খুন করেছে বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা যায়নি।
২৬ জুলাই সোমবার সকাল ১০টায় উপজেলার ১নং বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংর্ঘষ সৃষ্টি হয়। অতঃপর বড় ভাই গৌরাঙ্গ দাশ ছোট ভাই গপেন দাশকে গালে চর দেয়ায় ছোট ভাই রেগে গিয়ে ধাক্কা মারে তার বড় ভাইকে মাটিতে পেলে দেয়।
পরে অজ্ঞান অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রাথমিক ভাবে থানায় রিপোর্ট করা হলে পুলিশ নিহত ব্যক্তিকে ময়নাতদন্তের জন্য প্রেরন করা হয়েছে। এ ঘটনায় আসামিকে আটকের চেষ্টা চলছে।
Leave a Reply