বানিয়াচংয়ে থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্তসহ ১৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
২৬ জুলাই রবিবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলশ সুপার পলাশ রঞ্জন দে’র দিকনির্দেশনায় ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করিয়া ০৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাচ্চু মিয়া (৩৮), জিআর পরোয়ানাভুক্ত পলাতক
আসামী বজলু মিয়া (৩৫) ও ডাকাতি মামলার পলাতক আসামী জাহাঙ্গীর মিয়া এবং ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ১১ (এগার) জন আসামীকে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারা মোতাবেক গ্রেফতার করে, সর্বমোট-১৪(চৌদ্দ) জন আসামীকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, থানা এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, দাঙ্গা, মারামারি রোধসহ আইন-শৃঙ্খলার উন্নয়নে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply