বীরেন্দ্র কিশোর সরকার, বরগুনা ॥ বরগুনা জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে আবুল খায়ের গ্রুপের উদ্যোগে বিনামূলে মেডিকেল অক্সিজেন কর্নার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৭-৭-২১) বেলা ১১ টায় জেলা বিশেষ গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর আয়োজনে আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে এ অক্সিজেন কর্নার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা বিশেষ গোয়েন্দা শাখা (এনএসআই)’র যুগ্ম-পরিচালক মো. লুৎফর রহমান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সোহরাব উদ্দিন, বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, আবুল খায়ের গ্রুপের স্টীলমিল শাখার সহকারী ম্যানেজার মো.মোশারেফ হোসেন, সিনিয়র সমন্বয়কারী মো. জসিম উদ্দিন প্রমূখ।
জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে প্রথম পর্যায়ে আবুল খায়ের গ্রুপের উদ্যোগে বিনামূলে ২০টি মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবারহ করা হয়েছে। এখান থেকে যে কোন করোনা রোগী খালি সিলিন্ডারে নিয়ে এসে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ নিতে পারবেন। বর্তমানে দেশের ১৫টি জেলার হাসপাতালে আবুল খায়ের গ্রুপ করোনা রোগীদের জন্য বিনামূলে (মেডিকেল অক্সিজেন ব্যাংক ) সরবারহ সেবা কার্যক্রম চালু করেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply