1. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ আক্রান্ত

এস এম খোকন
  • মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ৩৭২ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১৩ জুলাই মঙ্গলবার তিনি অসুস্থবোধ করলে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কোভিড-১৯ এর পরিক্ষা করলেই রিপোট পজিটিভ আসে। আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএন্ডএফপিও ও ডাঃ শামীমা খাতুন।

গত ১২ জুলাই সোমবারও তিনি অনলাইনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা করার পাশাপাশি বানিয়াচং সদরের হাটবাজারসহ প্রতিটি এলাকায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে দিনভর টহল দিয়েছেন। তিনি নিয়মিত হাট বাজারসহ সর্বক্ষেত্রে বানিয়াচং উপজেলাবাসীকে করোনা ভাইরাসের সংক্রমন থেকে রক্ষা করতে সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করে আসছিলেন।

এব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সাথে মোবাইল ফোনে আলাপ কালে তিনি জানান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের খবর পেয়েই নিজ বাসায় আইসোলেশনে আছি। তার পরেও বানিয়াচং বাসীর কাছে আমার একটাই দাবী আপনারা সরকারি সকল আদেশসহ স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিজে সুস্থ থাকার পাশাপাশি অন্যকে সুস্থ থাকতে সহযোগিতা করুন। তিনি সকলের নিকট দোয়া প্রার্থী।

উল্লেখ্য গত ০৩ জুলাই থেকে বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি ও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD