মোরশেদ আলম,চাঁদপুর ॥ বৈশ্বিক মহামারি করোনার কারনে চাঁদপুর শহরের পর্যটন কেন্দ্রগুলো ফাঁকা। অন্যান্য বছর ঈদে মানুষের পদাচরণায় মুখোরিত থাকতো পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেড, কৃতিকুঞ্জ ও ফাইভ স্টার।
করোনার কারনে ঈদুল ফিতরের দিন থেকে তিন নদী মোহনায় বড় স্টেশন মোলহেড, কৃতিকুঞ্জ ও ফাইভ স্টার জনশূণ্য।
চাঁদপুর জেলা সদর ও উপজেলা পর্যায়ে বিনোদন কেন্দ্র খুবই কম।
শহরের বন্দি মানুষগুলো প্রতিবছর ঈদ কিংবা কোন উৎসব আসলেই নূন্যতম বিনোদনের জন্য ভিড় জমাতেন বড় স্টেশন মোলহেড, কৃতিকুঞ্জ ও ফাইভ স্টার পার্কে। হাজার হাজার নারী-পুরুষ ও শিশুদের পদাচরণায় ঈদের দিন থেকে বেশ কয়েকদিন মুখোরিত হয়ে উঠতো বিনোদন কেন্দ্রগুলো।
তিন নদীর মোহনা আর মোলহেডের গাছের ছায়াতলে নয়নাভিরাম পরিবেশ প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলতো। রাতের বেলায় মোলহেডের রূপ পরিবর্তন হয়ে অপরূপ দৃশ্য অবলোকন হয়। চাঁদের আলো আর পদ্মা-মেঘনা ও ডাকাতিয়া নদীর পানির মধ্যে একটি মিতালী সৃষ্টি হয়। যার ফলে মোলহেডের দিনে আসা পর্যটক ও রাতের পর্যটক ভিন্নরূপ উপভোগ করতেন। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি সবকিছুই ম্লান করে দিয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply