বানিয়াচংয়ে প্রবীন শিক্ষক ও বিশিষ্ট পঞ্চায়েত ব্যক্তিত্ব আলহাজ্ব ওমর আলী’র দাফন সম্পন্ন করা হয়েছে। ১২ জুলাই সোমবার সকাল ১১ঘটিকায় বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা গ্রামে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। গত ১১ জুলাই রবিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাযিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০) বছর। তিনি পুত্র কণ্যা নাতীনাতণীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজে উপস্থিত হয়ে স্মৃতি চারণ করে বক্তব্য রাখার পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ আসনের সাংসদ
আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন খান, ২নং ইউপি চেয়ারম্যান মোঃ ওয়ারিশ উদ্দিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উল্লাহ, শায়েখ মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।
এছাড়া গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএপি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ বশির আহমদ,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, সাধারন সম্পাদক কামরুল হাসান কাজল, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, উপজেলা প্রেসক্লাব সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুন খান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply