চাঁদপুর প্রতিনিধি ॥ করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতিতে আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে চাঁদপুরপৌরসভার ১২০টি মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান বিতরণ করা হয়েছে। ২৮ মে বিকালে স্টেডিয়ামের ভিআইপি প্যাভেলিয়নে আনুষ্ঠানিকভাবে মসজিদ কমিটির লোকদের হাতে এসব অর্থ তুলেদেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।
সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৬-১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত ১২০টি মসজিদে ৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়। পর্যায়ক্রমে পৌরসভার অন্যান্য মসজিদগুলোতে প্রধানমন্ত্রীর অনুদান পৌঁছানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদ পারভেজ চৌধুরী, পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সহ সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক এ এইচ এম আহসান উল্যাহসহ প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলার ৮ টি উপজেলার ৪ হাজার ৮শ’ ৯৫টি মসজিদে ৫ হাজার টাকা করে প্রধানমন্ত্রীর অনুদান এসেছে ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার টাকা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply