1. admin@wordpress.com : Adminroot :
  2. sm.khakon0@gmail.com : udaytv :
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

বানিয়াচংয়ে ৪র্থ দিনে কঠোর লকডাউন নিশ্চিত করতে অতিরিক্তি পুলিশ সুপারের নেতৃত্বে টহল

এস এম খোকন
  • রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৩৯২ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ের সর্বত্র কঠোর লকডাউন নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী পুলিশের টহল চলছে।

বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার, আদর্শ বাজার, গ্যানিংগঞ্জ বাজার, ৫/৬নং বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে ৪র্থ দিনের চলা পুলিশ টহলের নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে। এছাড়া উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাশসহ বানিয়াচং থানার একদল পুলশ সদস্য।

পাশাপাশি বিভিন্ন বাজারে সেনাবাহিনীর টহল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত হচ্ছে মোবাইল কোর্ট। তার পরে পরেও লোকজন নিজে থেকে স্বাস্থ্যবিধি মানছেন না। হাটবাজার গুলোতে উৎসুক জনতার ভীর লেগেই রয়েছে। টহলের খবর পাওয়া মাত্রই দোকানপাট বন্ধ রাখাসহ বাজারে গুলোতে আসা লোকজন ছুটাছুটি করে বিভিন্ন স্থানে লুকিয়ে পড়েন।

পরবর্তীতে দুকান গুলো বন্ধ থাকলে উৎসুখ জনতা ভিন্ন ভিন্ন স্থানে দাড়িয়ে আড্ডা দিচ্ছেন। গ্রামের লোকজন মানতে নারাজ করোনাভাইরাসের অস্তিত্ব ।

অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে বলেন, দিনদিন করোনা ভাইরাসের সংক্রমন সংক্রমণ বেড়েই চলেছে। করোনা ভাইরাসের সংক্রমন থেকে বেঁচে থাকতে লকডাউন মানুন। জরুরী প্রয়োজন ব্যথিত কেউ ঘরথেকে বেড় হবেন না। অন্যতায় আইন অমান্য করার অপরাধে আইন প্রয়োগকারী সংস্থা আপনাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করকে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।

Designed by: Sylhet Host BD