হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানের সাথে বানিয়াচং আদর্শবাজার ব্যবসায়ী কল্যান সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি সেরুউজ্জামান খান বাচ্চু ও সাধারন সম্পাদক এস এম হাফিজুর রহমানের নেতৃত্বে হবিগঞ্জস্থ এমপির বাসভবনে নেতৃবৃন্দ মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ কালে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় এমপি মজিদ খান বলেছেন বাজারের আইন-শৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে উন্নয়ন করতে হলে যোগ্য নেতৃত্বের প্রয়োজন।
নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নেতৃবৃন্দের প্রতি আমার বিশ্বাস রয়েছে। তারা ইচ্ছে করলেই বাজারের উন্নয়ন ঘটাতে পারবেন। এছাড়া নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাজারের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার মিয়া জুনিয়র সহ-সভাপতি জিতু মিয়া, যুগ্ম-সম্পাদক মনির হোসেন, অর্থ-সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক দুলাল মিয়া, ক্রিড়া সম্পাদক কামরুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মনসুর মিয়া, সদস্য সুজন মিয়া, নূর আহাম্মদ, শফিকুল ইসলাম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply