1. sm.khakon0@gmail.com : udaytv :
সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন

বানিয়াচংয়ে পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা

এস এম খোকন
  • শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৪৯৪ বার পড়া হয়েছে

বানিয়াচং উপজেলায় পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে “গ্রামীন উন্নয়নে পর্যটন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৬জুন শনিবার সকাল ১১ ঘটিকা থেকে শুরু হয়ে দুপুর ১ঘটিকা পর্যন্ত মোট ২ঘন্টাব্যাপী চলা ভিডিও কনফারেন্সে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) জাবেদ আহমেদ।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক ইশরাত জাহান কেয়ার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক (যুগ্ম-সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জয়ন্ত কুমার সিংহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশে চৌধুরী হবিগঞ্জ মহিলা কলেজের (অবঃ) অধ্যক্ষ জাহানারা খাতুন,

এছাড়া উপস্থিত ছিলেন , বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন , বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল হক, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু প্রমুখ।

কর্মশালায় বানিয়াচংয়ের ঐতিহাসিক সাগরদীঘি, বিথঙ্গল আখড়া, লক্ষীবাওড় জলাবন, পদ্মবিলসহ উল্লেখযোগ্য সকল স্থানকে ঘিরে পর্যটনকেন্দ্র ঘড়ে তুলার লক্ষ্যে কাজ করা সিদ্ধান্ত হয়। এছাড়া পর্যটকদের আকৃষ্ট করতে বানিয়াচং বেষ্ঠিত গড়ের খাল ও নদী খনন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেছেন ভিডিও কনফারেন্সে উপস্থিত প্রধান অতিথিসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD