হবিগঞ্জ জজকোর্টের আইনজীবী সহকারী ননী গোপাল দাসকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এডভোকেট এম এ মজিদের সহকারী ননী গোপাল দাস কোর্টের কাজ শেষে পইল গ্রামের বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা কুপিয়ে তার মাথা, পা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে।
ননী গোপালের মাথায় অন্তত ৩টি ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশের এসআই অভিজিত দাস হাসপাতালে যান এবং জখমী ননী গোপালের স্বাস্থ্যের খোজ খবর নেন।
পারিবারিক বিরোধকে কেন্দ্র করে লামা পইল গ্রামের রমেশ দাস, তার ছেলে রিপন দাস ও তাদের আত্বীয় স্বজনরা এ ঘটনার সাথে জড়িত বলে জানা গেছে। এব্যাপারে একটি লিখিত এজাহার হবিগঞ্জ সদর থানায় দাখিল করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply