উদয় টিভি ডেস্ক রিপোর্ট ॥ দেশের সব স্কুল কলেজের ছুটি আগামী ১৫ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধাত নেয়া হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
বুধবার সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সরকার ঘোষিত সাধারণ ছুটি আর বাড়ছেনা, তবে ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিসে কাজ করবে, বয়স্ক এবং গর্ভবতী মহিলারা অফিসে আসবেনা, গণপরিবহন চলবেনা। স্কুল, কলেজ বন্ধ থাকবে ১৫ জুন পর্যন্ত আপাতত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে কাজে যোগ দেয়ার জন্য আসতে হবে। উল্ল্যেখ্য গত ১৭ মার্চ থেকে করোনার কারনে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। এর পর চারদফায় বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply