মোরশেদ আলম,চাঁদপুর ॥ চাঁদপুরে বৈশ্বিক করোনার মাঝেও এক নরপশু কতৃক ছয় বছরের শিশু ধর্ষণের অভিযাগ উঠেছে। পবিত্র ঈদুল ফিতরের দিন রাত ৮টায় শহরের গুয়াখোলা রোড়স্থ কাদির বেপারীর বাড়িতে এ শিশু ধর্ষনের ঘটনাটি ঘটেছে।
শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত আলমগীর বেপারী বিষয়টি সমাযোতার চেষ্টা করছে। শিশুর পিতা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।
শিশুটির মা অভিযোগ করে বলেন, ঈদের দিন রাতে আমার শিশুসন্তানকে বাড়ির মালিক আলমগীর বেপারী(৫০) ডেকে নিয়ে ধষর্ণ করে। পরে শিশুটি আমাকে বিষয়টি জানালে আমি বাড়ির মালিককে জিঞ্জাস করলে তিনি বিষয়টি স্বীকার করে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখায়।
শিশুটির পিতা জানান, মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মডেল থানায় মামলায় লিখিত অভিযোগ জমা দেয় হয়েছে। পুলিশ মেডিক্যাল সনদ আনতে বলেছে। তার মেয়ে আলমগীর বেপারীকে নানা ডাকে।
সদর হাসপাতালের আরএমও সুজাউদ্দৌলা রুবেল বলেন, শিশুটিকে ভর্তি করা হয়েছে। আমরা তার কোন ধষর্ণের আলমত পাইনি।
Designed by: Sylhet Host BD
Leave a Reply