বানিয়াচংয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুর্ধ্ব-১৭) ২০২১’র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ১নং উত্তর-পূর্ব ইউনিয়নকে হারিয়ে ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে ।
০২ জুন বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (এড়ালিয়ার মাঠে) উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আমির হোসেন মাস্টার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার,
বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ১নং উত্তর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, আওয়ামীলীগ নেতা মুত্তাকিন বিশ্বাস,
উপজেলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক মোঃ সাহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আশরাফ সোহেল, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, ক্রিড়াবিদ মতিউর রহমান মতি ও সাংবাদিক এস এম সাইফুল ইসলাম সেলিম, আবদাল মিয়া, ইমতিয়াজ আহমেদ লিলুসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply