1. sm.khakon0@gmail.com : udaytv :
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

চীনে ৩ সন্তান নীতি অনুমোদন

উদয় টিভি ডেস্ক রিপোর্ট
  • সোমবার, ৩১ মে, ২০২১
  • ৪৩৯ বার পড়া হয়েছে

জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় চীন সরকার সোমবার এক ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। এখন থেকে চীনা নাগরিকরা তিনটি সন্তান নিতে পারবেন। এতে তারা সরকারি কোনো বাধার সম্মুখীন হবেন না।

জনসংখা বৃদ্ধির লাগাম টানতে ২০১৬ সালে চীনে এক-সন্তান নীতিগ্রহণ করে। এতে বলা হয়, একের অধিক সন্তান হলে তারা সরকারি সুযোগ-সুবিধা পাবেন না বলে তখন প্রজ্ঞাপণ জারি করা হয়েছিল।

পরে তা দুই সন্তান পর্যন্ত শিথিল করা হয়েছিল। কিন্তু জাপান আর ইতালির মতো জন্মহার আশঙ্কাজনক হারে করে যাওয়ায় চীন সরকার আগের সিদ্ধান্ত থেকে সরে এসে এখন তিন-সন্তান নীতি অনুমোদন করেছে।

এ মাসের শুরুর দিকে চীনে একটি জরিপে দেখা যায়, ১৯৫০ সালের পর এই প্রথম জন্মহার সবচেয়ে কম। এতে দেখা যায়, ২০২০ সালে চীনা নারীদের সন্তান জন্ম দেয়ার হার ছিল ১ দশমিক ৩। এ কারণে জন্মহার বাড়াতে দম্পতিদের তিন সন্তান নেয়ার অনুমোদন দেয়া হয় দেশটিতে।

সূত্র : আরব নিউজ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD