সরকারি গোপন নথি চুরির অভিযোগে দাফতরিক গোপনীয়তা আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। গত বৃহস্পতিবার তার জামিন আবেদনের ওপর শুনানি হয়েছিল। তারপর রায়ের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল। আজ রায় দেয়ার মাধ্যমে সেই অপেক্ষার অবসান হলো।
পুলিশ রোজিনা ইসলামকে নথি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একই সাথে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্যদিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। সেদিন আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply