পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা এবং পরে মামলা দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরুল হাসান কাজলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা ও জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ ইস্পাহানী,
যুগ্ম-সাধারন সম্পাদক মখলিছুর রহমান বাচ্ছু ও ইয়াসিন আরাফাত মিল্টন, সিনিয়র সদস্য এস এম সাইফুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম নাসিম, অর্থ-সম্পাদক উমর ফারুক শাবুল, প্রচার সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, আরিফুল রেজা, তফসির মিয়া প্রমুখ।
প্রতিবাদ সভায় রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ও হেনস্থায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানানো হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply