সড়ক দূর্ঘটনায় গ্রীসে বানিয়াচংয়ের শাবান মিয়া (৪০) নামে এক রেমিটেন্স যোদ্ধা মারা গেছেন। শনিবার ( ১৫ মে) বাংলাদেশ সময় বিকাল ২ ঘটিকায় গ্রীসের একটি আবাসিক এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় তিনি মারা যান।
নিহত শাবান মিয়া উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের রঘুচৌধুরী পাড়া গ্রামের মৃত তুরাব উল্লার পুত্র। অন্তত ৫/৬ বছর পূর্বে জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে স্থলপথে দুবাই থেকে ইরান ও তুরস্ক হয়ে গ্রীস গিয়েছিলেন। বৈধ কাগজপত্র না থাকায় দেশে আসতে পারছিলেন না।
সম্প্রতি গ্রীস সরকার তাকে বৈধতা দেওয়ায় দেশে আসার প্রোগ্রাম ও করেছিলেন শাবান মিয়া। কিন্তু মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শাবান মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়ানেমে এসেছে। বার বার মুর্ছা যাচ্ছেন ৮০ বছরের বৃদ্ধা মাতা জিলাদার বিবি,স্ত্রী রাহিরা বেগম (৩৫),কণ্যা লিজা আক্তার (১৪), হাফিজা আক্তার (১০) ও প্রতিবন্ধি পুত্র তানবীর আহমদ (৮)।
Designed by: Sylhet Host BD
Leave a Reply