হবিগঞ্জের বানিয়াচংয়ে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার প্রথমরেখ গ্রামে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ২০শে এপ্রিল মঙ্গলবার দুপুর সাড়ে ১২ঘটিকায় ঐ গ্রামের ছবিল মিয়ার কয়েক টি হাঁস একই গ্রামে তারই মামাতো ভাই জাকির মিয়ার বাড়িতে যাওয়া ও বাধা দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।
এতে উভয় পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩নং দক্ষিন পূর্ব ইউপির সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীর ছোট ভাই সাবেক ফুটবলার হোসেন আহমদ (৬৩) গুরুতর আহত হন।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে থানা পুলিশ ও এলাকাবাসীর মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply