হবিগঞ্জের বানিয়াচংয়ে লকডাউন কার্যকর করতে মোবাইল কোর্ট ও পুলিশ টহল জোরদার করা হয়েছে। ১৪ এপ্রিল বুধবার দিনব্যাপী উপজেলা সদরের বিভিন্ন সড়ক ও বাজারে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির নেতেৃত্বে মোবাইল কোর্ট ও বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের নেতৃত্বে থানা পুলিশ দিনভর উপজেলার বিভিন্ন বাজারও সড়কে টহল দেয় ।
এসময় উপজেলা সদরের বড় বাজারে ও আদর্শ বাজারে লকডাউন কার্যকর ও রমযানে বাজারদর অস্থিতিশীল প্রতিরোধকল্পে মূল্য তালিকা প্রদর্শন না করায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শ ৫০ টাকা অর্থদন্ড করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেছেন লকডাউন কার্যকরে থানা পুলিশের পক্ষথেকে পুলিশ টহল চালু থাকবে। নিতিমালার বাইরে ও অনুমতি ব্যথিত যেকোন যান বাহন সড়কে চলাচল করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্টেরর বিচারক ইফফাত আরা জামান উর্মি বলেছেন সরকারি নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি অমান্য করে নিতিমালার বাইরে ও অনুমতি ব্যথিত দোকানপাট খোলা রাখায় ১২ জনেকে অর্থদন্ড করা হয়েছে। পরবর্তীতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থ্যা গ্রহন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার ওসি তদন্ত প্রজিত কুমার দাশ, এস আই আব্দু ছাত্তারসহ বানিয়াচং থানার একদল পুলিশ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply