1. sm.khakon0@gmail.com : udaytv :
শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এস এম খোকন
  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ বার পড়া হয়েছে

হবিগঞ্জের বানিয়াচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল সোমবার সকালে বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুলহক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক, হবিগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, ওয়ারিশ উদ্দিন খান, রেখাছ মিয়া, মাওলানা হাবিবুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ। এছাড়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার, সহকারী শিক্ষা অফিসার হাসিবুল ইসলাম,বিভিন্ন ইউপি চেয়াম্যান ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় করোনাভাইরাসে আক্রান্ত আইন-শৃঙ্খলা কমিটির প্রধান উপদেষ্টা হবিগঞ্জ-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খানও তার পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনা করার পাশাপাশি সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এছাড়া মাহে রমজানে বাজার দর স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষথেকে নিয়মিত বাজার মনিটরিং করার সিদ্ধান্ত গৃহিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী বলেছেন, অন্যান্য সময়ের তুলনায় বানিয়াচং উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। বর্তমান করোনা পরিস্থিতিতে ইতিপূর্বে জারীকৃত সরকারি সকল নির্দেশনা মানার পাশাপাশি প্রশাসনের সাথে সহযোগিতার মনোভাব নিয়ে সকলকে একযোগে কাজ করতে হবে।

সভাপতির বক্তব্যে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেছেন, দেশে যখন যুদ্ধ চলে তখন মানবাধিকার থাকেনা। করোনা পরিস্থিতি অনেকটাই যুদ্ধের মতো। দেশে যুদ্ধ চলাকালে অনেককেই না খেয়ে থাকতে হয়েছে। তাই সবাইকে ধৈয্য ধারন করে করোনা পরিস্থিতির মোকাবেলা করতে হবে। এছাড়া ধান কাটার মৌসুমে লকডাউন থাকলেও বিভিন্ন জেলা থেকে আসা শ্রমিকেরা নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রত্যয়ন নিয়ে আসলে আসা যাওয়ার ক্ষেত্রে কোন সমস্যা হবেনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD