প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে মানুষকে রক্ষায় সরকার ঘোষিত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার ৫শ’ টাকা অর্থদন্ড করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান এ অর্থদন্ড করেন।
জানাগেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষনা দেন। সরকার ঘোষিত ওই লকডাউন অমান্য করে আমতলী উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখেন।
সোমবার দুুপুরে আমতলী ভ্রাম্যমান আদালতের বিচারক ইউএনও মো. আসাদুজ্জামান পৌর শহরের মেশিনারিজ, কম্পিউটার, ফটোস্ট্যাট, ফ্লেক্সিলোড, কাপড় ও টাইলসের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে নয় হাজার পাচ’শ টাকা অর্থদন্ড দেন।
আমতলী ভ্রাম্যমান আদালতের বিচার ইউএনও মো. আসাদুজ্জামান বলেন, সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রক ও নিরাময় আইন ২০১৮ অনুসারে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে নয় হাজার পাঁচশ’ টাকা অর্থদন্ড করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply