1. sm.khakon0@gmail.com : udaytv :
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন

করোনার টিকা গ্রহণকারীদেরই ওমরা করার সুযোগ দেবে সৌদি আরব

উদয় টিভি ডেস্ক রিপোর্ট
  • মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে

সৌদি কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে, যেসব লোক করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, কেবল তাদেরই আগামী রমজানে ওমরাহ করার অনুমতি দেয়া হবে।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ওমরাহ করা ও মক্কার পবিত্রতম মসজিদে নামাজ পড়ার জন্য কোভিড-১৯-এর টিকা গ্রহণ বাধ্যতামূলক।

যারা দুই ডোজ করোনাভাইরাসের টিকা গ্রহণ করেছেন, যারা ওমরাহ করার অন্তত ১৪ দিন আগে এক ডোজ টিকা গ্রহণ করেছেন বা যারা করোনা থেকে সেরে ওঠেছেন তারাই ওমরাহ করার অনুমতি পাবেন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

এসব শর্ত চলতি বছরের হজের সময় প্রযোজ্য হবে কিনা তা জানা যায়নি।

সৌদি আরবেতিন লাখ ৯৩ হাজার লোক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, মারা গেছে ৬,৭০০।
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখন পর্যন্ত ৫০ লাখের বেশি লোককে করোনাভাইরাসের টিকা দিয়েছে। দেশটির মোট জনসংখ্যা তিন কোটি ৪০ লাখ।

সূত্র : আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Uday tv @ ২০২০,সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
error: Content is protected !!

Designed by: Sylhet Host BD