বানিয়াচংয়ে স্বাস্থ্যবিধি না মানায় ব্যবসা প্রতিষ্ঠান যাত্রীসহ ৯ জনকে অর্থদন্ড করা হয়েছে।
০১ এপ্রিল বৃহস্পতিবার সহকারী কমিশনার ভূমি ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মির নেতৃত্বে পরিচালিত আদালত উপজেলা সদরের নতুন বাজারে ব্যবসা প্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ড এলাকায় স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও যাত্রীসহ মোট ৯ জনকে বিভিন্ন অংকের অর্থদন্ড করেন।
এছাড়া সরকারি নির্দেশনা মোতাবেক গাড়ি ভাড়া ও যাত্রী পরিবহন করতে নির্দেশনা প্রদান করা হয়েছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি বলেন স্বাস্থ্যবিধি না মেনে ব্যবসা পরিচালনা করায় কয়েকজন ব্যবসায়ীসহ মাস্কছাড়া চলাচলের অপরাধে বাসস্ট্যান্ডে যাত্রীসহ মোট ৯ জনকে অর্থদন্ড করা হয়েছে।
এছাড়া উপস্থিত বাজার কমিটির সদস্যদেরর উপস্থিতিতে করোনার ২য় পর্যায়ের প্রাদুর্ভাব সম্পর্কে অবগত ও সকলকে মাস্ক পরিধান করার জন্য সচেতনতা সৃষ্টি করার পরামর্শ প্রদান করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply