মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ায় ২৭ ও ২৮ মার্চ ২ দিন ব্যাপী উন্নয়ন মেলা শেষ করেছে উপজেলা প্রশাসন। মেলায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মির নেতৃত্বে সেবাদান স্টলে সর্বোচ্চ সেবা দিয়ে ১ম স্থান অধিকার করে উপজেলা ভূমি অফিস।
রবিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানার সঞ্চালনায় এক অনাড়ম্বর অনুষ্ঠানে মেলার বিভিন্ন সরকারী দপ্তরের স্টলের ক্যাটাগরি মুল্যায়নে উপজেলা ভূমি অফিসকে ১ম স্থান অধিকারী ঘোষণা করে এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মির হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উপজেলা ভূমি অফিসের স্টলে ২ দিনে সাড়ে ৩ শ’র অধিক সেবা প্রদান করা হয়। সেবাগুলো হলো, নামজারী, ভূমি উন্নয়ন কর,ভিপি সম্পত্তির লীজ আদায়সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান। এছাড়া মেলায় ৩ লক্ষাধিক টাকা সরকারী রাজস্ব আদায় করে ভূমি অফিস।
এ ব্যাপারে এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি জানান, ভূমি অফিসের সকল স্টাফ ও তহশিলদারদের কঠোর পরিশ্রম ও ঐকান্তিক প্রচেষ্টায় এ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। তিনি ভূমি অফিসের অধীনে কর্মরত সকল সদস্যকে ধন্যবাদ জানান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, প্রধান অিতিথি হিসেবে বক্তব্য রাখেন, বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. শামীমা আক্তার, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, শিক্ষক বিপুল ভূষণ রায় প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন প্রমুখ।
উন্নয়ন মেলায় ২ ক্যাটাগরির ২৬ টি স্টল অংশ গ্রহন করে। এর মধ্যে সেবা খাতে ১ম হয়েছে উপজেলা ভূমি অফিস, ২য় স্থান অর্জন করে বানিয়াচং পল্লী বিদ্যুৎ সমিতি ও তৃতীয় স্থান অধিকার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । সাজসজ্জা ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করেছে এলজিইডি অফিস, ২য় হয়েছে উপজেলা কৃষি অফিস ও ৩য় স্থান অর্জন করে উপজেলা তথ্য আপা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply