হবিগঞ্জের বানিয়াচংয়ে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্ট এর ক্রিকেট ও ভলিবলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম (এড়ালিয়ার মাঠে) ২টি টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত হয়। ক্রিকেটে পুকড়া একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নওজোয়ান ক্রিকেট ক্লাব।
অপরদিকে কালিকা পাড়া ভলিবল একাদশকে ২-০ তে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাগর দিঘি ভলিবল সিটি ক্লাব। উপজেলা ক্রিড়া সংস্থার সভাপতি বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সাংসদ অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ক্রিকেট উপ কিমিটির সভাপতি মাস্টার ফজল উল্লাহ খান ও ভলিবল উপকমিটির সভাপতি মোঃ সাহিবুর রহমান।
Designed by: Sylhet Host BD
Leave a Reply