করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বরগুনায় জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে নানা সচেতনতা কর্মসূচি।
‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২১মার্চ রোববার দুপুরে বরগুনা প্রেসক্লাব চত্বরে সদর থানার আয়োজনে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর). সর্কেল মো. মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম তরিকুল ইসলাম, ডিবির ওসি মো. আবুল বাশার,সদর থানার (ওসি) তদন্ত মো. শহিদুল ইসলাম। পুলিশ কর্মকর্তারা করোনা সংক্রমণ প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করেন।
এসময় যানবাহনের চালক, হেলপার, যাত্রী ও পথচারীদের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। প্রাণঘাতী এই ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশের মাস্ক বিতরণ, করোনা ভ্যাকসিন গ্রহণে উদ্বুদ্ধকরণ, সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও পোস্টার বিতরণ, সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিতকরণে পুলিশের ভূমিকায় জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি হচ্ছে বলে অভিজ্ঞ মহল মনে করছেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply